ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পড়বি তো পড় মালীর ঘাড়ে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
পড়বি তো পড় মালীর ঘাড়ে!

পেনাং: কোনো অর্থই খরচ না করে তিন হাজার ডলার সমমূল্যের পণ্যসমাগ্রী  একসঙ্গে হাতে পেলে যে কারই মন খুশিতে ভরে উঠতে পারে। আর সে আনন্দের আবেশে যদি কারও চোখে ঘুম চলে আসে তাহলে কি তাকে দোষ দেওয়া যায়?

কিন্তু সেই বেরসিক কাজটিই করেছে মালেশিয়ার পুলিশ।

চুরিকর্ম সফলভাবে সম্পন্ন করে সেই বাড়ির শোবার ঘরেই ঘুমিয়ে পড়ে এক সিঁধেল চোর। আর এ সময় বাড়ির মালিক ঘরে ফিরে তাকে ঘুমন্ত অবস্থায় আবিষ্কার করে এবং পুলিশে দেয়। পুলিশ তাকে তৎণাৎ পাকড়াও করে লালঘরে পাঠায়।

গত শুক্রবার বিকাল ৪টায়  পেনাং-এর সাংগাই নিবং অঞ্চলে বাড়িতে ফিরে পরিবারটি তাদের ঘরগুলো লণ্ডভণ্ড এবং বাড়ির বাইরে অপরিচিত একটি গাড়ি দেখতে পায়।

বাড়ির গৃহকর্ত্রী বলেন, পরিবারটির তিন হাজার ডলার সমমূল্যের জুয়েলারি ও ঘড়ি হাতিয়ে নেওয়ার পর তার ছেলের ওপরের ঘরে চোর মহাশয় ঘুমিয়ে পড়েন।  

তবে পুলিশের আসার পর বিষয়টি আঁচ করতে পেরে চোরটি (৪২) ঘরের জানালা দিয়ে পালানোর চেষ্টা করলেও খুব সহজেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ।

এদিকে, তদন্ত কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় সভাকর্মী হিসেবে কাজ করে বলে সন্তেহভাজন ওই ব্যক্তি দাবি করলেও রাজনীতিবিদের কার্যালয় থেকে এ দাবি নাকচ করে দেওয়া হয়। ওই চোরের বিরুদ্ধে মাদক ও অন্যান্য অপরাধের আরও ১৪টি অভিযোগ আছে বলেও পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।