ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাড়ে ১৪ হাজার বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

মেনিলা: ফিলিপাইনের একটি আদালত নিজ মেয়েকে যৌন নির্যাতন করার দায়ে একব্যক্তিকে ১৪ হাজার ৪০০ বছর কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার আদালত এরায় দেন।



আপিল বিভাগের সহকারি বিচারক মারিও গুয়ারিনা জানান, তিন সন্তানের জনক ওই ব্যক্তির স্ত্রী ২০০১ সালের জানুয়ারি মাসে কাজ করতে হংকং যান। ২০০২ সালে ফিরে আসেন। এ সময়ের মধ্যে ওই ব্যক্তি ৩৮৬ বার মেয়েকে যৌন নির্যাতন করেছেন। মেয়েটির মা ফিরে আসার পর একথা জেনে মেয়েটির বাবার বিরুদ্ধে মামলা করেন।

আদালত একে জঘন্নতম কাজ এবং যৌন নির্যাতনের রেকর্ড হিসেবে উল্লেখ করেছেন।

বিচারক গুয়ারিনা ২০০৬ সালের মার্চে ৩৬০ বার ধর্ষনের অপরাধে ওই ব্যক্তিকে প্রতিবারের জন্য ৪০ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন। পরে  লোকটি উচ্চ আদালকে আপিল করলে শুক্রবার আদালত ওই রায় দেন।

তবে লোকটি আদালতের কাছে তাকে বিষপ্রয়োগে হত্যা করার জন্য আবেদন করেছিলেন। কিন্তু ফিলিপাইনে গত তিন মাস আগে গুরুদণ্ড বাতিল করা হয়েছে। যখন তার আপিলটি অমীমাংশিত ছিল।

তবে লোকটির দাবি তার মেয়ে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলেছে। আদালত তার দাবি বাতিল করে দিয়েছেন। লোকটি উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে তিনি আপিল করবেন কিনা জানা যায়নি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬২৫ঘণ্টা, সেপ্টেম্বর২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।