ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার মন্ত্রিসভায় কয়েকটি পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
উত্তর কোরিয়ার মন্ত্রিসভায় কয়েকটি পরিবর্তন

পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার মন্ত্রিসভায় বৃহস্পতিবার কয়েকটি পরিবর্তন করা হয়েছে। দেশটির একটি সরকারি আদেশে উপপ্রধানমন্ত্রী ও উপপররাষ্ট্রমন্ত্রী পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

খবর এএফপি’র।

দেশটির প্রথম উপপররাষ্ট্রমন্ত্রী ক্যাং সক জুং উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

এদিকে, পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার প্রধান পরামর্শদাতা কিম কিয়ে গোয়ান জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন। আর উপপররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন রি ইয়োং হো।

বড় ধরনের রাজনৈতিক দলের পালাবদলের কয়েকদিন আগে উত্তর কোরিয়া এ ঘোষণা দিলো। আশা করা হচ্ছে, কিম জং-ইল তাঁর কনিষ্ঠ ছেলে কিম জং-উনের কাছে মতা হস্তান্তর করবেন।

মতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলন দিনণ ধার্য করা হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর। এটাকে একটি ঐতিহাসিক সম্মেলন হিসেবে অভিহিত করেছে বার্তাসংস্থা কেসিএনএ।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।