ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, পর্যবেক্ষণ করছে চীন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, পর্যবেক্ষণ করছে চীন 

তাইওয়ান প্রণালী দিয়ে দুটি মার্কিন যুদ্ধজাহাজ অতিক্রম করছে। রোববার ( ২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

মার্কিন রাজনীতিবিদ ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই ঘটনার পর এটি মার্কিন নৌবাহিনীর প্রথম এমন অভিযান।  

 চীনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।  

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মিসাইল ক্রুজার ইউএসএস অ্যান্টিটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিল রোববার  আন্তর্জাতিক আইন অনুসারে তাইওয়ান প্রণালীর ট্রানজিট রুট ব্যবহার করেছে।  

১৯৪৯ সালে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।