ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিয়াটলে গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
সিয়াটলে গুলিতে নিহত ৪

লস এঞ্জেলেস: যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম অঞ্চলের সিয়াটল শহরে বৃহস্পতিবার একজন নারীর ছোড়া গুলিতে চারজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও পুলিশ এ তথ্য জানিয়েছে।



পুলিশের একজন মুখপাত্র কিরো টিভিকে বলেন,  ঘাতক ওই নারীর বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে। তিনি আরও বলেন, ‘একজন প্রত্যদর্শী বারবার বলছিলেন, “আমার মা উন্মাদ হয়ে গেছে”। ’

তিনি বলেন, আহত একজন নারী বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে। পিস্তলের গুলিতে হতাহতের ঘটন ঘটেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এদিকে, সংবাদপত্র সিয়াটল টাইমস প্রকাশ জানায়, পুলিশ ৬১ বছর বয়সী একজন এশীয় নারীকে খুঁজছিলো।

হতাহতের স্থানের ওই বাড়ি থেকে কেউ একজন জরুরি সেবা চায় এবং জানায় যে, তার দাদি উন্মাদ হয়ে গুলি ছুড়ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।