ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বসতি স্থাপন বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
বসতি স্থাপন বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ইসরায়েল

জেরুজালেম: পশ্চিমতীরে বসতি স্থাপনের কাজ স্থগিত রাখার মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ইসরায়েল সরকার। শান্তি আলোচনা এগিয়ে নিতে তারা এ ছাড় দেয়ার কথা ভাবছে।

শুক্রবার সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।  

সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানান, সকল পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছুটা ছাড় দেয়ার কথা ভাবছে সরকার। তবে সব কাজ বন্ধ থাকবে না।

ওই কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বসতি স্থাপন স্থগিত রাখার সময় সীমা বাড়ানোর বিষয়ে উদ্যোগ নিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বসতি স্থাপন স্থগিত রাখার মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগে ইসরায়েল কর্তৃপক্ষ এ ইঙ্গিত দিল।

বসতি স্থাপন বন্ধ রাখার মেয়াদ ২৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে।

ইসরায়েলের এ সিদ্ধান্ত খুবই আশাব্যাঞ্জক। কারণ এর আগে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বসতি স্থাপন বন্ধ রাখার মেয়াদ বাড়ানো না হলে শান্তি আলোচনা ভেঙ্গে দেয়ার হুমকি দিয়েছিলেন। তা স্বত্বেও ইসরায়েল সময়সীমা না বাড়ানোর ঘোষণা দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার বসতি স্থগিত রাখার সময়সীমা বাড়ানোর আহবান জানিয়েছেন।

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্টের আহবানকে স্বাগত জানিয়েছেন। তিনি একে শান্তি আলোচনা এগিয়ে নিতে মার্কিন প্রশাসনের সদিচ্ছা বলে উল্লেখ করেছেন।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫০ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।