ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুসলিমদের জন্য চাকরিতে বিশেষ সুবিধা দিলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
মুসলিমদের জন্য চাকরিতে বিশেষ সুবিধা দিলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার

কলকাতা: পশ্চিমবঙ্গের অনগ্রসর মুসলিমদের জন্য সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ পদ্ধতি চালু হলো বলে ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শুক্রবার রাতে স্বীকার করেন, রাজ্যের ৮৬ শতাংশ মুসলিমই অর্থনৈতিকভাবে অনগ্রসর।



রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ‘পশ্চিমবঙ্গে ২ কোটি মুসলিম জনসংখ্যায় ১ কোটি ৭৪ লাখ অনগ্রসর শ্রেণীর। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি অনগ্রসর মুসলিমদের জন্য ১০ শতাংশ চাকরি সংরক্ষণের ঘোষণা দিয়েছিলো রাজ্য সরকার। ’

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ থেকেই সরকারি চাকরি ক্ষেত্রে এই সংরক্ষণ পশ্চিমবঙ্গে চালু হল। শিক্ষা ক্ষেত্রে একটু সময় লাগবে। অধিক অনগ্রসরদের ক্ষেত্রে ১০ শতাংশ ও অনগ্রসরদের ক্ষেত্রে ৭ শতাংশ--মোট ১৭ শতাংশ সংরক্ষণ চাকরি ক্ষেত্রে থাকবে। ’

বুদ্ধদেব ভট্টাচার্যের এই ঘোষণার পর রাজ্যে তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর মিলিয়ে সরকারি চাকরিতে সংরক্ষণের হার বেড়ে হল ৪৫ শতাংশ।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৮ ও ১১ অক্টোবর অনগ্রসর অধ্যুষিত ব্লকে শিবির করে সরকার অনগ্রসরদের সনদ বিলি করবেন।

ভারতীয় সময়: ১১৫৯ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।