ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি বিমানে বোমা আতঙ্ক, একব্যক্তি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
পাকিস্তানি বিমানে বোমা আতঙ্ক, একব্যক্তি আটক

স্টকহোম: বোমা হামলার আতঙ্কে পাকিস্তানের একটি যাত্রীবাহী বিমান শনিবার স্টকহোমে অবতরণ করেছে। বিমানের এক যাত্রী ওই আতঙ্ক ছাড়ায়।

পুলিশ তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তারা একথা জানিয়েছেন।

পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের পিকে৭৮২ নামের ফাইটি কানাডা থেকে পকিস্তান যাচ্ছিল। বিমানটিতে ২৭৩ জন যাত্রী ছিলো। এয়ারলাইনের মুখপাত্র সুলতান হাসান একথা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বিমানটি উড্ডয়নের পর এক মহিলা কানাডিয়ান পুলিশকে ডেকে এক যাত্রীর কাছে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে বলে জানান। পুলিশ বিষয়টি পাইলটকে অবহিত করে। এরই পরিপ্রেক্ষিতে বিমানটি স্টকহোমে অবতরণ করে।

পুলিশের মুখপাত্র কজেল লিন্ডগ্রিণ জানান, ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ তার পরিচয় জানায়নি ।

স্টকহোমের জেলা পুলিশ প্রধান  জানে হেডলান্ড জানান, তার কাছে বিস্ফোরক জাতীয় কিছু নেই। তার  ব্যাগেজ ও বিমানে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি।

নিরাপত্তাজনিত কারণে বিমানটি স্টকহোমের অ্যারল্যান্ডা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
নিরাপদে অবতরণের পর

অ্যারল্যান্ডা বিমানবন্দরের মুখপাত্র অ্যান্ডারস ব্রেডফল জানান, বিমানটি টরেন্টো থেকে পাকিস্তানের করাচি যাচ্ছিল। পথে বিমানের পাইলট স্টকহোমে অবতরণের অনুমতি চায়। তবে বিমানবন্দরে এখন বিমান চলাচল স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

 

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।