ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৯/১১ নিয়ে আহমাদিনেজাদের বক্তব্যে বান কি মুন-ওবামার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
৯/১১ নিয়ে আহমাদিনেজাদের বক্তব্যে বান কি মুন-ওবামার নিন্দা

নিউ ইয়র্ক: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুক্তরাষ্ট্রের ৯/১১ সন্ত্রাসী হামলা নিয়ে ইরানি প্রেসিডেন্টের বক্তব্যের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ সভায় বক্তব্যে ইরানি প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, ‘নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় মার্কিন সরকারের বিচ্ছিন্ন কিছু অংশ জড়িত ছিলো।



আহমাদিনেজাদের বক্তব্যের পর যুক্তরাষ্ট ও ইউরোপিয় দেশগুলোর প্রতিনিধিরা সভাকক্ষ ছেড়ে যান।

বান কি মুন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলা নিয়ে প্রশ্ন তোলায় আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

এদিকে আহমাদিনেজাদের বক্তব্যকে ‘আঘাত মূলক ও অশোভন’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

২০০১ সালে বিশ্ব বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে ৯/১১ হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।