ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের দাবি জাপানেকে ক্ষমা চাইতে হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বেইজিং: বিনা অপরাধে চীনা নাবিককে আটক করাকে বেআইনী বলেছেন চীন। শনিবার চীনের পক্ষ   থেকে জাপানের প্রতি ক্ষমা চাওয়ার এবং ক্ষতিপূরনের দাবি করা হয়েছে।

তবে চীনের দাবি প্রত্যাখ্যান করেছে।  

আটক চীনা নাবিক জেন কুইজিয়ং মুক্ত হয়ে শনিবার দেশে ফিরেছেন। তিনি দেশের মানুষ ও সরকারকে ধন্যবাদ জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার আটক ছিল অবৈধ। দিয়াগু দ্বীপ চীনের ভূখন্ড। আমি পূর্ণভাবে চীন সরকারকে সমর্থন করি’।

চীনের পররামন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিতর্কিত ভূখন্ড দ্বীপকেন্দ্র করে নেওয়া জাপানের পদক্ষেপ অবৈধ ও অকার্যকর।    

চীনা সরকারের এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জাপানের উচিৎ আটকের ঘটনায় অবশ্যই ক্ষমা চাওয়া’।

এদিকে , চীনের ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরনকে শনিবার অযৌক্তিক উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে জাপান।
জাপানের প্রতিরক্ষমন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের এই দাবি অযৌক্তিক ও অসম্ভব।

এরআগে গত ৭ সেপ্টেম্বর চীনা নাবিক জেন কুইজিয়ংকে (৪১) জাপান আটক করার পর চীন ও জাপানের কুটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।