নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) ভোরে এ কম্পে ঘরবাড়ি ধসে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস) জানিয়েছে, এ কম্পনের রিখটার স্কেলের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে দিপায়ল শহরের কাছাকাছি, ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে।
এদিকে ভারতের নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি কম্পটিকে ৬ দশমিক ৩ মাত্রার বলে চিহ্নিত করেছে।
অন্যদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূ-কম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস।
সূত্র- এএনআই
বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২/আপডেট: ০৯২৭ ঘণ্টা,
আরএ/এএটি