ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মুরগির পেটে পিস্তল!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মুরগির পেটে পিস্তল!

যুক্তরাষ্ট্রে বিমানে করে মুরগির পেটের ভেতর পিস্তল লুকিয়ে পাচার করতে গিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি।  

বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফ্লোরিডা লওডারডেল-হলিউড বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।

মার্কিন পরিবহন নিরাপত্তা সংস্থা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মীরা ভ্রমণকারীর লাগেজে থাকা চামড়া ছাড়ানো একটি মুরগির ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করেন।  


মার্কিন এয়ারলাইনসগুলোতে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ নয়। তবে সেগুলো অবশ্যই আনলোড করা অবস্থায় একটি তালাবদ্ধ শক্ত বাক্সে রাখতে হবে এবং সেটি অবশ্যই চেক করা লাগেজে বহন করতে হবে।  

বিমানবন্দরে এ ধরনের ঘটনায় কঠোর নিরাপত্তা নিয়ে ভ্রমণকারীরা হতাশা প্রকাশ করেন।  

সূত্র: বিবিসি 

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।