ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামা একজন ‘আন্তর্জাতিক খলনায়ক’: ইরানি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
ওবামা একজন ‘আন্তর্জাতিক খলনায়ক’: ইরানি স্পিকার

তেহরান: ইরানের সংসদের স্পিকার শনিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘আন্তর্জাতিক খলনায়ক’ বলেছেন। ইরানি জনগণের গণতান্ত্রিক মনোভাবকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

ওবামার এধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেন। খবর এনডিটিভি’র।

স্পিকার আলি লারিজানির বরাত দিয়ে বার্তাসংস্থা আইএসএনএ বলে, ‘ওবামার কত বড় সাহস যে তিনি ইরানি জনগণকে সাহায্য করার কথা বলেন? তার এটা জানা থাকা উচিত যে তিনি একটা ‘আন্তর্জাকিত খলনায়ক’। ’

দেশটির দক্ষিণাঞ্চলের শহর শিরাজ সফরকালে স্পিকার এ মন্তব্য করেন।

স্পিকার আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাজের পরিপ্রেক্ষিতে তাদের এখন আন্তর্জাতিক খলনায়কের পদক পাওয়া উচিত। ওবামার এটা জানা থাকা উচিত যে আমাদের তার বার্তার প্রয়োজন নেই। তিনি যেসব কথা বলেন আমাদের সেসবের উপর আস্থা রাখার ক্ষমতা অর্জন করা প্রয়োজন। ’

পরমাণু বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিরোধের পরও তেহরানের জন্য কূটনীতির দরজা খোলা বলে বিবিসি’র ফরাসি শাখায় ওবামা জানানোর একদিন পর লারিজানি এ মন্তব্য করেন।

এ বিষয়ে ওবামা বলেন, ‘আমরা কূটনৈতিকভাবে এ ইস্যুটি সমাধানের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছি। আমি মনে করি এটা ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়েরও ইচ্ছা। ’

তিনি আরও বলেন, ‘এটা এখনও সম্ভব বলে আমি মনে করি। তবে এর জন্য ইরানি সরকারের মনোভাবে পরিবর্তন আনতে হবে। ’

স্বাধীনতার জন্য ইরানের জনগণের সংগ্রামের পক্ষে না বিপক্ষে জানতে চাওয়া হলে ওবামা বলেন, ‘ওয়াশিংটন গণতান্ত্রিক মনোভাবকে সমর্থন করে। যারা উচ্চ স্বরে তাদের দাবির কথা জানায়, গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হতে চায় অর্থাৎ যারা মানবাধিকার সম্পর্কে সচেতন- আমরা সব সময়ই তাদের পাশে আছি। ’

২০০৫ সালে মাহমুদ আহমাদিনেজাদ ক্ষমতা গ্রহণের পর এবং দেশটির বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে তার কঠোর অবস্থানের পর থেকেই  দেশ দুটির সম্পর্কে তিক্ততা দেখা দেয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।