ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ রাজপরিবারকে ‘বোকা’ ও ‘সেকেলে’ বললেন রুশদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
ব্রিটিশ রাজপরিবারকে ‘বোকা’ ও ‘সেকেলে’ বললেন রুশদি

লন্ডন: ভারতীয় বংশোদ্ভুত বিতর্কিত লেখক সালমান রুশদি ব্রিটিশ রাজপরিবারকে ‘বোকা’ এবং ‘সেকেলে’ বলে উল্লেখ করেছেন। ব্রিটেনের এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য বলেন।

খবর টাইমস অব ইন্ডিয়ার।

‘বুখার অব দ্য বুকারস’ পুরস্কার বিজয়ী লেখব রুশদির সাক্ষাৎকার রোববার সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত হয়। সাক্ষাতকারে তিনি বলেন, ‘রাজ পরিবার একটি বুদ্ধিহীন ও সেকেলে পরিবার। তারা অতীত ভাবধারার বাইরে কিছুই ভাবতে পারে না। ’

নাইটহুড উপাধি গ্রহণ করলেন কেন?-সাংবাদিকদের এমন প্রশের জবাবে রুশদি বলেন, ‘আমি ফ্রান্সের কাছ থেকে এ উপাধি গ্রহণ করেছেন। কিন্তু নিজের দেশের কোনো খেতাব বর্জন করিনি। ’

৬৩ বছর বয়স্ক রুশদি বর্তমানে ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ঘণ্টা, সেপ্টেম্বর ২৬,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।