ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটো বাহিনীর হামলায় পাকিস্তানে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০
ন্যাটো বাহিনীর হামলায় পাকিস্তানে নিহত ৩০

ইসলামাবাদ: পাকিস্তানের উত্তর-পশ্চিমের আদিবাসী অধ্যুষিত আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা অঞ্চলে ন্যাটো বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। সোমবার ভোরে এ হামলা চালানো হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।



চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে জানায়, আফগানিস্তানভিত্তিক ন্যাটো বাহিনীর হেলিকপ্টার জঙ্গিদের গোপন আস্তানায় হামলা চালায়। নিহতদের বেশিরভাগই জঙ্গি সদস্য বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের ভূ-খণ্ডে জঙ্গিদের বিরুদ্ধে হামলা পরিচালনার ক্ষেত্রে ন্যাটো বাহিনীর তৎপরতা দুর্লভ ঘটনা।

বাংলাদেশ স্থানীয় সময়: ০৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।