ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বরুণ গান্ধীর বিয়ে, সোনিয়াকে আমন্ত্রণ জানাবেন মেনকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
বরুণ গান্ধীর বিয়ে, সোনিয়াকে আমন্ত্রণ জানাবেন মেনকা

বাদাউন:রাহুল গান্ধীকে পিছনে ফেলে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তার চাচাতো ভাই ভারতের বিজেপিনেতা বরুণ গান্ধী। বরুণের মা বিজেপিনেত্রী ও সাংসদ মেনকা গান্ধী রোববার জানান এ কথা জানান।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেনেকা জানান, চলতি বছরেই বরুণ এক বাঙালি রমণীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন। তিনি বলেন,  ‘সোনিয়া এবং রাহুলসহ গান্ধী পরিবারের সকল সদস্যকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। ’  

বরুণ ১৯৯৭ সালে তার চাচাতো বোন প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তা স্বত্ত্বেও মেনকা গান্ধি পরিবার থেকে দূরেই রয়েছেন।

বরুণ পিলিভিত নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত লোকসভার সদস্য।

বাংলাদেশ সময়: ১৯৫৫ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।