ঢাকা: ৪দিন ব্যাপী ‘৭ম হজ্জ ও ওমরাহ মেলা শুরু হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বুধবার ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ্জ ও ওমরাহ মেলার উদ্বোধন করেন।
সকাল ১০টা থেকে রাত ৮টা পযর্ন্ত মেলা চলবে। এবার ২২০টি স্টল মেলায় অংশ নিচ্ছে। মেলার আয়োজন করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(হাব)।
হজ মেলা উদ্বোধনী বক্তৃতায় অধ্যক্ষ মতিউর রহমান বলেন, এবার শেখ হাসিনার প্রতক্ষ তত্ত্বাবধানে হজ কাযর্ক্রম শুরু করেছি। হ্জ যাত্রীদের সার্বিক সহযোগিতাকে ডিজিটালাইজড করা হয়েছে। এছাড়া অনলাইনের মাধ্যমে হজ যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে তথ্য ও সেবা দেওয়ার মাধ্যমে। ’
তিনি আরও বলেন, ‘দালালদের প্রতারণার শিকার যেনো কেউ না হয় সেই বিষয়ে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাব ধর্মন্ত্রণায়ের নির্দেশনা মেনে চলবে। হজ্জ ব্যবস্থাপনার সঙ্গে কোনো প্রকার অনিয়ম দেখা দিলে তাকে শাস্তির আওতায় আনা হবে। আশা করি এবার আমরা সুন্দর হজ উপহার দিতে পারবো। ’
হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, সারা বছর বিমান লোকসান দেয়। কিন্তু হজ এর সময় হাজীদের দিয়ে বিমান লাভবান হয়। এটা কোনোভাবেই কাম্য নয়। ’
বাংলাদেশ-সৌদি আরব ফ্রেন্ডশিপ সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব বজলুল হক বলেন, এবার ১ লাখ ১ হাজার ৭০০ জন হজে যাবেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে প্রতি বছর হজ যাত্রীর সংখ্যা বৃদ্ধি পায়। হজ যাত্রীদের সার্বিক সহযোগিতায় আমরা নিয়োজিত। আমরা এই ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাস্ত করবো না। ’
হাব সভাপতি ইব্রাহিম বাহার বলেন, ২টি হজ্জ প্যাকেজ ঘোষণা করেছি এই বছরে। এটা মূলত বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে। সাধারণ মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা এবং ২য় প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। কোরবানি বাদে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ’
‘এবছর ১২০০ এজেন্সি হজ এজেন্সি কার্যক্রমে অংশ নিচ্ছে। গত বছরে এতগুলো এজেন্সির মধ্যে ৪৬ জনের নামে নানা অভিযোগ রয়েছে। তবে ৪৬টির মধ্যে প্রকৃত অভিযোগ ১৫ থেকে ২০টি এজেন্সির নামে রয়েছে। এদের সবাইকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানাই। ’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ০৪ অক্টোবর ২০১৪ খ্রিঃ(৯ যিলহজ ১৪৩৫ হিজরী) তারিখে পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪