ঢাকা: ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ৪০৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট (বিজি ১০১১) যাত্রা শুরু করেছে।
বুধবার সকাল ৭টা পাঁচ মিনিটে এ যাত্রা শুরু হয়।
হজযাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
এসময় তিনি বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এবার হজযাত্রী পরিবহন ভালো হবে। হজযাত্রীরা ফেরার সময় চেক-ইন ছবি দেওয়া থাকবে। এর ফলে জেদ্দা ছাড়াও মক্কা ও মদিনাতে চেক-ইনের জন্য অপেক্ষা করতে হবে না। জমজমের পানি পরিবহনের জন্য থাকবে আলাদা ব্যবস্থা।
তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমানের পাশাপাশি সৌদি এয়ারলাইনস হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইট নিয়মিত চলাচল করবে। এছাড়া দুইটি ফ্লাইট ব্যাক-আপ থাকবে। এ কারণে অন্য রুটে বিমানে কোনো চাপ থাকবে না।
প্রথম ফ্লাইটে ৪ জন যাত্রী অসুস্থ থাকায় এবং একটি পরিবারের একজন সদস্য অসুস্থ থাকায় ৬ জন যাত্রী যেতে পারেনি।
এ বছর প্রায় ১ লাখ হজযাত্রীর মধ্যে বেসরকারি ভাবে ৯৮ হাজার ও সরকারি ভাবে দেড় হাজার হজযাত্রী বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস আনুপাতিক ৫০ শতাংশ হারে ঢাকা-জেদ্দা রুটে আনা নেওয়া করবে।
বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে বিজি ৩০১১, ৫টা ৫ মিনিটে বিজি ৫০১১ এবং শিডিউল ফ্লাইট বিজি ০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪