ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ইসলাম

কদরের রাতে বৃষ্টি উপেক্ষা করে মসজিদে মুসল্লিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
 কদরের রাতে বৃষ্টি উপেক্ষা করে মসজিদে মুসল্লিরা ছবি:হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুসলিম উম্মাহ’র কাছে পবিত্র শব-ই-কদরের রাত ব্যাপক মহিমান্বিত। তাই রাতভর বৃষ্টি উপেক্ষা করেও এই রাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে।

নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াত প্রভৃতির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট ছিলেন মুসল্লিরা।

শব-ই-কদর উপলক্ষ্যে শনিবার (২ জুলাই) সন্ধ্যার পর থেকে রাজধানীর মহল্লায় মহল্লায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। রমজানের অন্যান্য তারাবিহ নামাজের তুলনায় এদিন মুসল্লিদের সংখ্যাও ছিল চোখে পড়ার মত।

সরেজমিন শনিবার রাতে বিভিন্ন মসজিদ ঘুরে দেখা গেছে, সব বয়সীরাই মসজিদে এসেছেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সারারাতই মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল। অনেকেই আবার বিভিন্ন গোরস্থানে আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেছেন। কোরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, জিকির, আসকারেও মগ্ন ছিলেন কেউ কেউ।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।