ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ইসলাম

আমেরিকায় প্রথম মুসলমান বিচারক নিয়োগ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
আমেরিকায় প্রথম মুসলমান বিচারক নিয়োগ আবিদ রিয়াজ কোরেশি

প্রথম মুসলিম হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারক হিসেবে নিয়োগ পেলেন আবিদ রিয়াজ কোরেশি। সম্প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে এই মনোনয়ন দেন।

অবশ্য নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় বিচার বিভাগের জজ হিসেবে তার এই মনোনয়ন সিনেটে পাস হওয়ার পর কার্যকর হবে।

পাকিস্তানে জন্ম নেওয়া ৪৫ বছর বয়সী আবিদ কোরেশি বিশ্বখ্যাত আইনি প্রতিষ্ঠান লাথাম (Latham) ও ওয়াটকিন্স (Watkins) এলএলপির একজন অংশীদার এবং প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক জনস্বার্থবিষয়ক বিভাগের প্রধান।

বিচারক পদে আবিদ কোরেশির মনোনয়ন ঘোষণা করার পর বারাক ওবামা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালত বেঞ্চে কোরেশিকে মনোনয়ন দিতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস তিনি, ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার রেখে মার্কিন জনগণকে সেবা দেবেন। ’

আমেরিকার মুসলিম সংগঠনগুলো আবিদ কোরেশির এ মনোনয়নকে স্বাগত জানিয়েছে।

হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী আবিদ কোরেশি দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে আইন পেশায় জড়িত।

২০১২ সালে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ‘চ্যাম্পিয়ন্স অব জাস্টিস’ সম্মাননা লাভ করেন। এ ছাড়া ওয়াশিংটন ডিসির ‘সুপার ল ইয়ার’ হিসেবেও মনোনীত হয়েছেন এই আইনজীবী।

-গার্ডিয়ান অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।