ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

সমালোচক পুরস্কার জিতলো ধর্মীয় ছবি

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, মে ২০, ২০১৬
সমালোচক পুরস্কার জিতলো ধর্মীয় ছবি

কান (ফ্রান্স) থেকে : কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক বিভাগে সেরা হয়েছে অলিভার এক্সাইল পরিচালিত 'মিমোসাস'। এটি জিতেছে নেসপ্রেসো গ্র্যান্ড প্রাইজ।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় রাত ৯টা) এ ঘোষণা দেওয়া হয়।

কাহিনিটি আরবের মৃত্যুপথযাত্রী এক ধনকুবের শেখকে ঘিরে। তার ইচ্ছা পরিবারের কাছে চিরনিদ্রায় সমাহিত হওয়া। কিন্তু মৃত্যু তো অপেক্ষা করে না। শেষমেষ দুই দুর্বৃত্তের কাফেলায় যোগ দেন তিনি। তারা মরক্কোর অ্যাটলাস পর্বত পেরিয়ে তাকে গন্তব্যে পৌঁছে দিতে যাত্রা শুরু করে।

'মিমোসাস' শব্দের অর্থ লজ্জাবতী লতা। সমালোচকদের মন্তব্য, এটি একটি ধর্মীয় চলচ্চিত্র। যেখানে মানুষের মধ্যে পুণ্য ফিরে আসার দিকটি উদযাপন করা হয়েছে।

গল্পের প্রয়োজনে ছবিটির চিত্রায়ন হয়েছে উত্তর-পশ্চিম আফ্রিকার অ্যাটলাস পর্বতমালায়। ১ ঘণ্টা ৩৩ মিনিট ব্যাপ্তির অ্যারাবিক ভাষার ছবিটি তৈরি হয়েছে স্পেন, মরক্কো, ফ্রান্স ও কাতারের যৌথ প্রযোজনায়।

কানে এর আগে ফিপরেস্কি পুরস্কার জেতেন অলিভার ল্যাক্স। ২০১০ সালে ডিরেক্টরস ফোর্টনাইটে স্থান পায় তার প্রথম প্রামাণ্যচিত্র 'ইউ অর আর ক্যাপ্টেনস'।

অলিভার ল্যাক্স হলেন প্যারিসে জন্ম নেওয়া স্প্যানিশ পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা। ৩৪ বছর বয়সী এই শিল্পী চলচ্চিত্র নির্মাণে পড়াশোনা করেছেন বার্সেলোনার পমপিউ ফ্যাবরা ইউনিভার্সিটিতে।  

বাংলাদেশ সময় : ০৩২৭ ঘণ্টা, মে ২০, ২০১৬
জেএইচ

**
কড়া নিরাপত্তার মাঝে ছবি দেখা
** নিজের মৃত্যুর আগাম ঘোষণা!
** ফিরে এলেন দারদেন ভাইরা
** ফিরে এলেন দারদেন ভাইরা
** প্রতিবাদের মঞ্চ হয়ে উঠলো লালগালিচা
**ইরানি সৌন্দর্য নিয়ে এলেন গোলশিফতেহ
**প্রশংসিত বাংলাদেশের অ এবং আ!
**মা-মেয়ে, বাবা ও আফগান যুদ্ধ
**এটা অনেকটা স্বপ্নের মতো: তৌকীর আহমেদ
**সোনালি-রূপালি ক্রিস্টেনকে দেখে...
**ছক্কা হাঁকানোর দিনে!

**কান হয়ে উঠলো বাংলাদেশময়
**মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
**রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

**চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
**মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

**কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
**আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

**জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
**তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
**জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
**এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
**ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
**কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ