ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

কানে ইসরায়েলি তরুণীর জয়

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মে ২১, ২০১৬
কানে ইসরায়েলি তরুণীর জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে : কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ সিনেফন্ডেশন পুরস্কার জিতলো ইসরায়েলি তরুণী ওর সাইনাই পরিচালিত ‘আনা’। ফলে তার প্রথম ছবি আগামীতে কান উৎসবে স্থান করে নেবে  বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সঙ্গে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার ইউরো।

শুক্রবার (২০ মে) বিকেল সাড়ে চারটায় (বাংলাদেশ সময় রাত আটটা) সিনেফন্ডেশন বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের সাল বুনুয়েলে। এখানে বিজয়ীদের নাম ঘোষণা করেন এ বিভাগের বিচারকদের সভাপতি জাপানি নারী নির্মাতা নাওমি কাওয়াসে।

ওর সাইনাই হলেন ইসরায়েলের জেরুজালেমের দ্য স্যাম স্পিগাল ফিল্ম অ্যান্ড টিভি স্কুলের শিক্ষার্থী। তার ‘আনা’ ছবির ব্যাপ্তি ২৪ মিনিট। এর গল্পে দেখা যায়, গ্রীষ্মের তীব্র দাবদাহের সময় পুত্রসন্তানকে ছাড়া প্রথমবারের মতো অপ্রত্যাশিতভাবে একাকীত্ব অনুভব করেন আনা। তাই নিজের ছোট্ট মরু শহরে ঘুরে বেড়াতে বেরিয়ে পড়েন তিনি। তার দৃষ্টি খুঁজে ফেরে এমন একজনকে যিনি অল্প সময়ের জন্য হলেও আনাকে স্পর্শ করতে পারবেন।

ছবিটিতে আনা চরিত্রে অভিনয় করেছেন ইসরায়েলের ৫১ বছর বয়সী অভিনেত্রী ইভগেনিয়া দোদিনা। সেরার পুরস্কার গ্রহণের পর বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে যান সাইনাই।

এবারের সিনেফন্ডেশনে দ্বিতীয় পুরস্কার পেয়েছে যুক্তরাজ্যের দ্য লন্ডন ফিল্ম স্কুলের শিক্ষার্থী হামিদ আহমাদির ‘ইন দ্য হিলস’। ২১ মিনিট ব্যাপ্তির ছবিটির গল্প তরুণ অভিবাসী শাহরামকে ঘিরে। ইংল্যান্ডের কটসওল্ডসের শান্ত ও মনোরম গ্রামাঞ্চলে থাকে সে। নতুন সমাজের সঙ্গে খাপ খাওয়াতে আমূল বদলে যায় সে। পুরস্কার হিসেবে হামিদের হাতে গেছে ১১ হাজার ২৫০ ইউরো।

 

যৌথভাবে তৃতীয় হয়েছে হাঙ্গেরির মোহোলি-ন্যাগি ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইনের শিক্ষার্থী নাজা আন্দ্রাসেভের ৯ মিনিট ব্যাপ্তির স্কেচনির্ভর ছবি ‘দ্য নয়েজ অব লিকিং’ এবং ভেনেজুয়েলার ইউনিভারসিদাদ দি লস আন্দেসের শিক্ষার্থী মাইকেল লাবারকা পরিচালিত ১৪ মিনিটের ছবি ‘দ্য গিল্ট, প্রবেবলি’। তারা ভাগ করে নিয়েছেন সাড়ে সাত হাজার ইউরো।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কান উৎসবের অন্যতম পরিচালক গিলেস জ্যাকব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কুরোসাওয়া কিংবা  বার্গম্যান হতে পারেন। তিনি হাস্যরসের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণের প্রতিকূলতাগুলো তুলে ধরেন।

পুরস্কার বিতরণীর সময় মঞ্চে আরও ছিলেন নাওমির নেতৃত্বে সিনেফন্ডেশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করা ফরাসি অভিনেত্রী মারি-হোসে ক্রোজ, ফরাসি পরিচালক জ্যঁ-মারি ল্যারিউ, রোমানিয়ান পরিচালক রাদু মানটিন ও আর্জেন্টাইন পরিচালক সান্তিয়াগো লোজা। পুরস্কার প্রদান শেষে একে একে দেখানো হয় পুরস্কারজয়ী ছবিগুলো। সবশেষে অতিথিরা উপভোগ করেন সেরা চলচ্চিত্র ‘আনা’।

১৯৯৮ সাল থেকে কান উৎসবে রাখা হয়েছে সিনেফন্ডেশন বিভাগ। এবার ছিলো এর ১৯তম আসর। এতে জমা পড়েছিলো বিশ্বের বিভিন্ন প্রান্তের ৫৪৮টি ফিল্ম স্কুলের দুই হাজার ৩৫০টি ছবি। এর মধ্যে স্থান পায় ১৮টি চলচ্চিত্র।

বাংলাদেশ সময় : ০০১৫ ঘণ্টা, মে ২১, ২০১৬
জেএইচ

**
পুরনো প্রেমে চাপা উত্তেজনা
** মল্লিকার ম্যাডস সেলফি!
** সোনমের ঝুমকায় কুপোকাত!
** সমালোচক পুরস্কার জিতলো ধর্মীয় ছবি
** কড়া নিরাপত্তার মাঝে ছবি দেখা
** নিজের মৃত্যুর আগাম ঘোষণা!
** ফিরে এলেন দারদেন ভাইরা
** ফিরে এলেন দারদেন ভাইরা
** প্রতিবাদের মঞ্চ হয়ে উঠলো লালগালিচা
**ইরানি সৌন্দর্য নিয়ে এলেন গোলশিফতেহ
**প্রশংসিত বাংলাদেশের অ এবং আ!
**মা-মেয়ে, বাবা ও আফগান যুদ্ধ
**এটা অনেকটা স্বপ্নের মতো: তৌকীর আহমেদ
**সোনালি-রূপালি ক্রিস্টেনকে দেখে...
**ছক্কা হাঁকানোর দিনে!

**কান হয়ে উঠলো বাংলাদেশময়
**মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
**রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

**চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
**মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

**কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
**আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

**জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
**তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
**জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
**এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
**ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
**কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ