ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রুডইয়ার্ড কিপলিং

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
রুডইয়ার্ড কিপলিং

ঢাকা: রুডইয়ার্ড কিপলিং। পুরো নাম জোসেফ রুডইয়ার্ড কিপলিং।

শিশুসাহিত্যই বেশি জনপ্রিয় করে তুলেছিল এই ইংরেজ সাহিত্যিককে। তার লেখা নিশ্চয়ই তোমরা সবাই পড়েছ। কিন্তু এই গুণী মানুষটির সম্পর্কে কতটুকু জানি আমরা? চলো আজ তার ব্যাপারে একটু জেনে নিই।

১৮৬৫ সালের ৩০ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন রুডইয়ার্ড কিপলিং। জন্ম ভারতে হলেও তার বাবা ও মা ছিলেন ব্রিটিশ। পাঁচ বছর বয়সে কিপলিং ভারত ছেড়ে ব্রিটেনে যান। পরবর্তীতে অবশ্য আবার ভারতে এসেছিলেন তিনি।     

ছোট গল্পকার, কবি ও সাহিত্যিক কিপলিং মূলত জনপ্রিয় হয়েছিলেন শিশুসাহিত্যের মাধ্যমে।

তার লেখা একটা বই তোমাদের সবারই পরিচিত। কোন বইটা জানো? দ্যা জাঙ্গল বুক।

এছাড়াও ছোটদের জন্য আরো অনেক কিছু লিখেছেন কিপলিং। তার মধ্যে রয়েছে জাস্ট টু স্টোরিস, পাক অফ পুক্‌স হিল, কিম প্রভৃতি।

অসাধারণ সব কবিতাও লিখেছেন কিপলিং।

সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯০৭ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন।

১৯৩৬ সালের ১৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন রুডইয়ার্ড কিপলিং।

রুডইয়ার্ড কিপলিং-এর প্রতি ইচ্ছেঘুড়ির পক্ষ থেকে রইল অনেক শ্রদ্ধা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।