ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

গৌরবের ভাষার মাস

ভাষাশহীদ আব্দুস সালাম

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
ভাষাশহীদ আব্দুস সালাম

আব্দুস সালাম- এক বীর বাঙালির নাম। কেন তা জানো নিশ্চয়ই?

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন প্রিয় মাতৃভাষা বাংলার জন্য, তাদেরই একজন আব্দুস সালাম।

অর্থাৎ, তিনি একজন ভাষাশহীদ।

১৯২৫ সালে ফেনীর লক্ষ্মণপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। তিনি তৎকালীন পাকিস্তান সরকারের ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজ বিভাগে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তবে এসবকিছুর ঊর্ধ্বে তিনি বাংলার মানুষের কাছে একজন অমর ভাষাসৈনিক।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের কথা তো তোমরা সবাই জানো। সেদিন আরো অনেক বীর বাঙালির সঙ্গে সরকারের জারি করা ১৪৪ ধারা ভেঙে ঢাকা মেডিকেল কলেজের সামনে বাংলাকে অন্যতম মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভে অংশ নেন সালাম। তারপরের অংশটুকু তো আমাদের সবার জানা।

পুলিশ নির্মমভাবে গুলি চালায় ছাত্র-জনতার ওপর। সেসময় গুলিবিদ্ধ হন আব্দুস সালাম। তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজে। এরপর ১৯৫২ সালের ৭ মে তিনি মারা যান। বাংলার মানুষের মনে চিরস্মরণীয় হয়ে আছেন সালাম, থাকবেন সবসময়।

ইচ্ছেঘুড়িতে ভাষার মাস, বইমেলা, ছোটদের বই পরিচিতি নিয়ে লেখা পাঠান এই মেইলে: [email protected]

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।