ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ব্রাজিল বিশ্বকাপের মাসকট ‘ফুলেকো’

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
ব্রাজিল বিশ্বকাপের মাসকট ‘ফুলেকো’

ফুটবল বিশ্বকাপের খেলাগুলো আমরা প্রায় সবাই দেখছি। কিন্তু এবার বিশ্বকাপের মাসকটটির কথা জানো কী?

মাসকটটাকে নিশ্চয়ই দেখেছ।

সাদা শার্ট পরা বল হাতে এই সুন্দর মাসকটের নাম ফুলেকো। ফুলেকোকে তৈরি করা হয়েছে দক্ষিণ আফ্রিকার আর্মাডিলো নামক একটি প্রাণীর আদলে।

ফুলেকো শব্দটি ফুটেবল (ফুটবল) এবং ইকোলজিয়া (ইকোলজি) শব্দ দুটি থেকে এসেছে।

ফুলেকোর গায়ের নীল রঙের মাধ্যমে স্বচ্ছ আকাশ ও পরিষ্কার পানি বোঝানো হয়েছে। মাসকটটি ব্রাজিলের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। পরিবেশ বাঁচানোর আন্দোলনের কথা ভেবে এটি ডিজাইন করা হয়েছে।

মাসকটটির নামকরণের জন্য ভোটের আয়োজন করা হয়। সেখানে অংশ নেন প্রায় ১.৭ মিলিয়ন ব্রাজিলিয়ান। তিনটি প্রাথমিক নামের তালিকা থেকে সর্বোচ্চ ভোট পেয়ে চূড়ান্ত হয় ফুলেকো নামটি। অন্য দুটি নাম ছিল জুজেকো ও আমিজুবি। এর মধ্যে ফুলেকো পেয়েছে ৪৮ শতাংশ ভোট,  জুজেকো ৩১ শতাংশ ও আমিজুবি ২১ শতাংশ।

২০১৩ সালের সেপ্টেম্বরে মাসকটটি উন্মুক্ত করা হয়।

ফুটবল হাতে হাসিমুখে একটি আর্মাডিলো দাঁড়িয়ে আছে ব্রাজিল বিশ্বকাপ লেখা সাদা টি-শার্ট পরে। এটাই ফুলেকো, এবারের বিশ্বকাপের মাসকট। আশা করা হচ্ছে এই মাসকটের মাধ্যমে মানুষ বন্ধুত্বপূর্ণ আচরণ করতে উদ্বুদ্ধ হবেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।