প্রাণচঞ্চল জল কল কল কর্ণফুলী নদী
তোমার সাথে দূর সাগরে বইছি নিরবধি।
তোমার বুকে ডুব সাঁতারে মন হারিয়ে ফেলা
কী না সুখে সেই কাটানো আমার ছেলেবেলা।
শান্ত নিঝুম তোমার তীরে কাটিয়ে দেওয়া দিন
মনে পড়ে স্বপ্ন জাগানো সেই সোনালি রঙিন।
গাঙ কবুতর করছে খেলা তোমার গহিন বুকে
এসব ছবি নিত্যি আমি রাখছি মনে টুকে।
রাত নিশীথে সবাই যখন স্বপ্ন সুখে থাকে
কর্ণফুলী তোমার জলের পরশ আমায় ডাকে।
শান্তি সুখের অপার ছোঁয়া তোমার বুকে জুড়ে
কী অনাবিল গান গেয়ে যাও ঢেউয়ের সুরে সুরে।
সকল নদীর সেরা তুমি সকল রূপে গুণে
তোমার চলার ছন্দে সবাই স্বপ্নকথা বোনে।
বাংলাদেশের অনেক পাওয়ার স্বর্ণালী দ্বার তুমি
তোমার ছোঁয়ায় চাঁটগা আমার স্বর্ণভরা ভূমি।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এএ