ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

কেউ খেলে না | সৈয়দ শরীফ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
কেউ খেলে না | সৈয়দ শরীফ

কেউ খেলে না রোজ বিকেলের
      প্রিয় খেলা সেই ডাংগুলি,
   ক্রিকেট-মাঠেও কেউ তোলে না
         শত শত রান গুলি।

     কেউ খেলে না বৌচি খেলা
       চোরপুলিশ আর টিপরুটি,
     কেউ খেলে না পুতুলখেলাও;
      তাই বানায় না টিপ, ঝুঁটি।

     কেউ খেলেনা উঠোনজুড়ে
         এক্কাদোক্কা ফুলটোকা,
     হয়তো সবাই ভুলেই গেছে
      গোল্লাছুট আর চুলছোঁকা।

      যেই খেলারা মিশে ছিলো
       আমার রঙিন শৈশবে,
   এখন কেউ আর নাই রে মিশে
         মজার খেলা ঐসবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।