ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জোকস: বেঁচে থাকলে বয়স !!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১
জোকস: বেঁচে থাকলে বয়স !!

বেঁচে থাকলে বয়স !!

জীবন বীমা আবেদনের ফরম লিখে জমা দেওয়ার সময় রামরতন দেখতে পেল,

বাবার বয়স (বেঁচে থাকলে):
মার বয়স (বেঁচে থাকলে):

সে ঐ দুটি লিখে দিল ১০৬ আর ১০২।
বীমা কর্মচারী ফরম দেখে তো চমকে ঊঠল - না না আপনার মা বাবা কখনো এত বুড়ো হতে পারেন না ।



-না না বুড়ো হবে কেন? জবাব দিল রামরতন। তারা তো মারা গেছেন। তবে তারা বেঁচে থাকলে এখন এই বয়স হতো ।


কিপ্টে লোক
এক কিপ্টে লোক ডাক্তারের কাছে গেল ইউরিন টেস্টের জন্য। টেস্ট শেষ করে সে তার ইউরিনের বোতল তা সাথে নিয়ে বাসায় চলে এল।

স্ত্রী তা দেখে অবাক হয়ে বলল, সে কি? তুমি এইটা নিয়ে এলে কেন?
লোকের জবাব, ডাক্তার বলেছে আমার ইউরিনে নাকি সুগার আছে। এখন চিনির যে দাম। তাই সাথে করে নিয়ে এলাম।


সংগ্রহে: তৌফিকুল ইসলাম সম্রাট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।