ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সিলেটে শিশু চলচ্চিত্র উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২
সিলেটে শিশু চলচ্চিত্র উৎসব

সিলেট: চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে শনিবার থেকে দেশের সকল বিভাগীয় শহরে একযোগে শুরু হচ্ছে ৫ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।

এর অংশ হিসেবে নগরীর রিকাবীবাজারের সিলেট অডিটোরিয়ামে ৩ দিনব্যাপি শিশুতোষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে সিলেট ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টায় চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এসময় ১৬টি দেশের ২৩টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিশু-কিশোররা বিনামূল্যে  প্রদর্শনী উপভোগ করতে পারবে।

এদিকে শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহীদুল ইসলাম শাহীন, লিডিং ইউনির্ভাসিটির স্থাপত্য বিভাগের উপদেষ্টা স্থপতি মোস্তাক আহমেদ, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি কেন্দ্রিয় কমিটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি সিলেটের প্রধান সমন্বয়ক স্থপতি রাজন দাশ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।