ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একটি শিশু...

কাজল কেয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২
একটি শিশু...

একটি শিশু অবুঝ শিশু মায়ের কোলে হাসতো
বাবা তার কাছে এলে আনন্দেতে ভাসতো।

খেলতে খেলতে হারিয়ে যেতো
খেলতে গিয়ে কাঁদতো
খেলার ছলে বাবা-মাকে অনেক কাছে টানতো।



ফুটফুটে সেই শিশুটি উড়তো ডানা মেলে
সোজা-বাঁকা বুঝে না সে, নেইতো কারো দলে

বেশ তো ছিল দিনগুলো তার
ছবির মতো দেশে
ভালোলাগা ভালোবাসায় অন্যরকম রেসে

কিন্তু হঠাৎ কিযে হলো, বুঝলো নাতো কেউ
শান্ত নীল সাগরেতে উঠলো বিশাল ঢেউ

চোখের সামনে দেখলো সে নিজের বাবা-মাকে
খেলছে না, হাসছে না, নিথর পড়ে আছে

সেই থেকে ছোট্ট শিশু দেখে হাজার মুখ
কোথায় গেলো হারিয়ে তার হাজার তারার সুখ?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।