ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাইল্ড পার্লামেন্ট সদস্যদের শপথগ্রহণ

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১২
চাইল্ড পার্লামেন্ট সদস্যদের শপথগ্রহণ

নীলফামারী : ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) নীলফামারীর দু’দিনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠেয় নির্বাচনের মাধ্যমে সংগঠনের নতুন নেতা নির্বাচিত হয়েছে।



প্রত্যক্ষ ভোটে আবু বাকি আল মুনায়ির (সভাপতি), নাশিয়াত সিদ্দিকা নিশি (সহ-সভাপতি), আরাফাত রহমান খান (যুগ্ম-সাধারণ সম্পাদক), ফৌজিয়া আক্তার ফারিন (সাংগঠনিক সম্পাদক), আশিক ইমতিয়াজ (শিক্ষা ও সাহিত্য সম্পাদক), আবিদ আব্দুল্লাহ (নিউজ লেটার ও প্রকাশনা সম্পাদক), নাজমুস সাকিব বাপ্পি (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), মিফতা জাহান মনি (স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক) এবং সুরাইয়া মিমি ও মিসবাহুল ইসলাম চাইল্ড মেম্বার নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী রিটানিং অফিসার এবং শিশু একাডেমি নীলফামারীর পরিচালনা কমিটির সদস্য আরিফুজ্জামান আরিফ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ’র সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনটি সম্পন্ন হয়। ১শ’ ৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে চাইল্ড পার্লামেন্টের সদস্যদের নির্বাচিত করেন।

নির্বাচিত চাইল্ড মেম্বার (সিপি) সুরাইয়া মিমি বাংলানিউজকে জানান, আমরা এখন জনপ্রতিনিধিদের যে রূপ দেখছি আসলে তারা সত্যিকার অর্থে জনগণের কাছে দায়বদ্ধ না। শিশুকাল থেকে এভাবে যদি গণতন্ত্র শেখানো যায় তাহলেই দেশপ্রেম তৈরি হওয়ার পাশাপাশি মানুষের জন্য কিছু করা সম্ভব।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে এনসিটিএফ নীলফামারীতে কাজ করছে। শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন’র আর্থিক সহায়তায় স্থানীয় এনজিও ইউএসএস এই শিশু সংগঠনটি পরিচালনা করছে।  

বাংলাদেশ সময় : ১১৫৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।