ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বইমেলায় শিশুদের ভিড় কম

সৈয়দ রিয়াদ হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
বইমেলায় শিশুদের ভিড় কম

ঢাকা: বাংলাদেশ শিশু একাডেমীতে চলছে ১২ দিনব্যাপী শিশুতোষ বইমেলা। ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত।



প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলছে। তবে মেলা শুরুর ৪দিন পেরুলেও প্রচারের অভাবে মেলা এখনো জমে ওঠেনি।

শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও প্রতিটি স্টল ছিল ফাঁকা।

মেলা উপলক্ষে টইটম্বুর প্রকাশনী ৭টি নতুন বই প্রকাশ করেছে। টইটম্বুর প্রকাশনীর কর্মকর্তা কবিতা ইচ্ছেঘুড়িকে জানান, বইমেলার খবরটি অনেকেই জানেন না। আর ‘ডোরেমন কার্টুন বই’ নিষিদ্ধ করায় শিশুদের তেমন ভিড় নেই।  

তোমরা যারা ছবি আঁকা ও লেখালেখি করতে পছন্দ করো তাদের জন্য বলছি, তোমাদের যে কোন চিত্রাঙ্কন বা লেখা প্রকাশ করতে পারো মাসিক টইটম্বুরে। আর তা জমা দিতে পারো মেলার ৪১ ও ৪২ নম্বর স্টলে।

তো আর দেরি না করে এখনই ঘুরে আসো তোমাদের জন্য বইমেলা থেকে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।