ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাক্ষ্য দিতে আসেননি শাকিব খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
সাক্ষ্য দিতে আসেননি শাকিব খান

ঢাকা: চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে আসেননি চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

তবে এদিন শাকিব খানের পক্ষে তার আইনজীবী সময় আবেদন করেন। আবেদনে বলা হয়, জ্বর আক্রান্ত হওয়ায় তিনি আদালতে আসতে পারেননি। তাই আদালত এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বছর ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।

এরআগে, গত ২৬ এপ্রিল এই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান রহমত উল্লাহ। ওই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। এরপর মামলাটি পরবর্তী বিচারের জন্য মহানগর দায়রা আদালতে বদলি করা হয়।

এরপর গত ০৫ জুলাই এই আদালত আসামি রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

গত ২৩ মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর নামে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আসামিকে ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন।

এছাড়া গত ২৭ মার্চ টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ায় অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খান আরও একটি মামলা করেন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ণ ও চাঁদা দাবি করছেন এই প্রযোজক। সেই অভিযোগেই এই মামলা দায়ের করেন শাকিব।

এদিকে, গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে একটি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
কেআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।