ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিচারপতি ইনায়েতুর রহিমের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
বিচারপতি ইনায়েতুর রহিমের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ফেসবুক ব্যবহার না করলেও তার নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট পাওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (অক্টোবর ১০) বিকেলে এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে একটি ভুয়া অ্যাকাউন্টের একটি লিঙ্ক দিয়ে তাতে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ফেসবুক ব্যবহার করেন না। কিন্তু তার নাম-পরিচয় ব্যবহার করে ফেসবুকে খোলা এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট তার এবং সুপ্রিম কোর্টের জন্য বিব্রতকর।

তাছাড়া এ ধরনের ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে সন্ত্রাসী বা অবৈধ কার্যকলাপ ঘটানোর আশঙ্কাও রয়েছে। যে কারণে দ্রুত তদন্ত করে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
ইএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।