ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে বিএনপির ১৫ নেতাকর্মী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
নারায়ণগঞ্জে বিএনপির ১৫ নেতাকর্মী রিমান্ডে

নারায়ণগঞ্জ: জেলায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলটির ১৫ জন নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (০৩ নভেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে আসামিদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। এরআগে, আড়াইহাজার থানা পুলিশ আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে।

আসামিরা হলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল, সহ-সভাপতি শাকিল, আড়াইহাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম বাচ্চু, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী, আড়াইহাজার উপজেলা বিএনপি নেতা মো. স্বপন, উপজেলার বল্লভদী গ্রামের মৃত কাশেমের ছেলে ওসমান (৪৫), মরদাসাদী গ্রামের ওহাবের ছেলে জালাল মিয়া (৩৬), জাঙ্গালিয়া গ্রামের মজিদ খানের ছেলে সুমন খান (৩৮), নৈকাহন গ্রামের সুরুজ মিয়ার ছেলে জাকির (২৮) ও কুমিল্লা জেলার হোমনা থানার খাদিদাতপুর গ্রামের হাকিম সরকারের ছেলে সফির উদ্দীন সরকার (৪৯)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানালে মামলায় এজাহারনামীয় তিন আসামির দুই দিন ও বাকি ১২ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, আড়াইহাজারে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিনজনসহ গত দুই দিনে গ্রেপ্তার ১৫ জনকে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আমরা তা বাতিলের আবেদন করি। আদালত এজাহারনামীয় তিন জনের দুই দিন ও বাকিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।