ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গণঅধিকার পরিষদকে কেন নিবন্ধন নয়, হাইকোর্টের রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
গণঅধিকার পরিষদকে কেন নিবন্ধন নয়, হাইকোর্টের রুল

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও উপসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে ছিলেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।

২০২১ সালের ২৬ অক্টোবর দলটির আহ্বায়ক করা হয় রেজা কিবরিয়াকে এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে করা হয় সদস্য সচিব। গত বছরের অক্টোবরে এ কমিটি নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করে।

এর মধ্যে গত ১ জুলাই এক পক্ষ রেজা কিবরিয়াকে পদ থেকে অপসারণ করে। একই দিন আরেক পক্ষ নুরুল হক নুরকেও অপসারণ করে। পরে জুলাইয়ে কাউন্সিল করে নতুন কমিটির ঘোষণা দেয় নুরের অংশ। এ অংশে নূর সভাপতি হন, সম্পাদক করা হয় রাশেদকে।  

গত ২৯ আগস্ট রেজা কিবরিয়াকে ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান চিঠি দেন।

চিঠিতে বলা হয়, দলটির সরবরাহ করা ১৪১টি উপজেলা/থানা পর্যায়ের তথ্য যাচাই করে মাত্র ৬৩টি জায়গায় দলটির নিবন্ধনের শর্ত প্রতিপালনের তথ্য সঠিক পাওয়া যায়। অবশিষ্ট ৭৮টি উপজেলা/থানা অফিস এবং নির্ধারিত সংখ্যক ভোটার সদস্য থাকার তথ্য অর্থাৎ নিবন্ধনের শর্ত প্রতিপালনের তথ্য সঠিক পাওয়া যায়নি। দলটি কর্তৃক নিবন্ধনের শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় নির্বাচন কমিশনের কাছে দলটি নিবন্ধনযোগ্য বিবেচিত হয়নি। এ অবস্থায় রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর বিধি-৭ এর উপবিধি (৬) অনুযায়ী নির্বাচন কমিশন গণঅধিকার পরিষদ নামীয় দলের আবেদন নামঞ্জুরপূর্বক নিষ্পত্তি করেছেন।

এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন রেজা কিবরিয়া।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।