ঢাকা: অনুপ্রবেশের দায়ে ৩ মাস ২০ দিন সাজা খাটার পরও দেড় বছর ধরে মৌলভীবাজার কারাগারে থাকা ভারতীয় নাগরিক রোহিদাস সরকারকে (১৮) ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়। খবর অনুসারে, ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর থানার গোবিন্দপুর গ্রামের দুলাল সরকার ও প্রমীলা সরকার দম্পতির ছেলে রোহিদাস সরকার। মায়ের সঙ্গে অভিমান করে বেরিয়ে পড়েছিলেন তিনি। ২০২২ সালের ৩ জুন কুলাউড়ার কর্মধা সীমান্ত এলাকায় বিজিবির হাতে আটক হন রোহিদাস সরকার। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা হয়। ওই মামলায় আদালতের নির্দেশনায় রোহিদাসকে মৌলভীবাজারের কারাগারে পাঠানো হয়। ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর আদালত তাকে ৩ মাস ২০ দিনের সাজার রায় দেন। তবে এর আগেই সাজার মেয়াদ পার হয়ে যায়। তারপরও ১৫ মাস ধরে কারাগারে আটক রয়েছেন রোহিদাস। ফিরতে পারছেন না নিজ দেশে স্বজনদের কাছে।
এরপর হাইকোর্টে রিট করেন আইনজীবী বিভূতি তরফদার। ওই রিটের শুনানি নিয়ে সোমবার আদেশ দেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত জানান, অবিলম্বে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ইএস/আরবি