ঢাকা: আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ১১ হাজার ৭৩৭ জন পরীক্ষার্থী। শনিবার (২৩ ডিসেম্বর) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ১৭ নভেম্বর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ফলাফল প্রকাশ করা হয়।
এরপর গত ৩ ডিসেম্বর লিখিত পরীক্ষার জন্য ২৩ ডিসেম্বর ঠিক করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পান।
আরও পড়ুন...
আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
ইএস/আরবি