ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
বরিশালে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

বরিশাল: শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশাল আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল আইনজীবী সমিতি ও জেলা জজ কমপাউন্ড চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

বরিশাল জেলা ইউনিট সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার আরও একটি নীলনকশার পাতানো ডামি নির্বাচনের পাঁয়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য ডামি স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে, যা পুরোটাই একটি নাটক বলে আমরা মনে করছি। তাই ১ থেকে ৭ জানুয়ারি দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারা দেশের সব (নিম্ন) আদালত বর্জনের ঘোষণা দিচ্ছি।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, অ্যাডভোকেট আজাদ হোসাইন, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলুসহ আইনজীবীরা।

বিক্ষোভ কর্মসূচি শেষে আসছে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বরিশালে লিফলেট বিতরণ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় তারা নগরীর গীর্জমহল্লা ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।