ঢাকা: খুলনা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেনের প্রার্থিতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের আবেদনে সাড়া দেননি আপিল বিভাগ। একইসঙ্গে তার প্রার্থিতা ফেরত দিয়ে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন।
মঙ্গলবার (০২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শেখ আকরাম হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। ঋণ খেলাপির অভিযোগে খুলনা রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেন। আপিলের পর নির্বাচন কমিশন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে রিট করেন।
২১ ডিসেম্বর হাইকোর্ট তার রিট খারিজ করে দেন। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত তার প্রার্থিতা ফেরত দেন।
পরে শেখ আকরামের প্রার্থিতার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও সরকার দলীয় বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
ইএস/এসআইএস