ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বারে সরকারবিরোধী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি পালন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
সুপ্রিম কোর্ট বারে সরকারবিরোধী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি পালন

ঢাকা: গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন পালন অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলে।  

কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, বদরুদোজা বাদল, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল, আব্দুল জাব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, এ কে এম রেজাউল করিম খন্দকার, মোহাম্মদ কামাল হোসেন, সৈয়দ মামুন মাহবুব, শাহ আহমেদ বাদল প্রমুখ।

আদালত বর্জন কর্মসূচিতে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা মনে করছি দেশের বিচার বিভাগের প্রতি আঘাত আসছে। বিচার বিভাগ আমাদের মেরুদণ্ড। এখানে যদি আঘাত আসে এবং বিচার বিভাগ যদি দুর্বল হয় তাহলে আমরাও দুর্বল হয়ে পড়ব।

সরকার সংবিধান-আইনবহির্ভূত নির্বাচন করছে মন্তব্য করে তিনি বলেন, বিচার বিভাগ শক্তিশালী হলে এ নির্বাচন হতে পারত না। দেশে অনির্বাচিত সরকার থাকত না।

সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীরা ন্যায়সঙ্গত আন্দোলন করছে। আদালত বর্জন কর্মসূচি শতভাগ সফল।

গত ২৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ আদালতসহ সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা দেয়।

‘ডামি নির্বাচন বর্জন, বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি জ্ঞাপন ও আইনজীবীদের কর্মসূচি ঘোষণা’ দিতে ওই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।  

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২০২৪ সালের ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, জেলা আদালত, দায়রা আদালতসহ সব আদালত বর্জন করা হবে।

এরপর জামায়াতপন্থি আইনজীবীরাও একই কর্মসূচি ঘোষণা করে। তবে সরকারবিরোধী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচিকে গণতন্ত্র এবং আইনের শাসনের পরিপন্থি ও বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

গত ৩১ ডিসেম্বর সমিতি মিলনায়তনে ‘আইন অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।