ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আইন ও আদালত

নতুন এমপি ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না, তদন্তের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
নতুন এমপি ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না, তদন্তের নির্দেশ

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ এর নির্বাচিত স্বতন্ত্র  সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না, তা তদন্ত করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদের করা রিটের শুনানি নিয়ে বুধবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তানজীব উল আলম। তিনি জানান, ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বাংলাদেশের নাগরিক নন, পাপুয়া নিউগিনির নাগরিক। নৌকার প্রার্থী এ বিষয়ে রিট করেছে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন, গেজেট সবই অবৈধ। সংবিধান অনুযায়ী তার নির্বাচন করাই কোনো যোগ্যতা ছিল না। আজ শুনানি শেষে রুল ইস্যু করা হয়েছে। তার প্রার্থিতা, নির্বাচন ও গেজেট নোটিফিকেশন কেন অবৈধ হবে না এই মর্মে। আর নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন যে, চার সপ্তাহের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য।

তানজীব উল আলম আরও জানান, বাংলাদেশ নাগরিকত্ব আইন অনুযায়ী সিলেক্টেড কিছু দেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব যদি গ্রহণ করে তাহলে বাংলাদেশের নাগরিকত্ব সাথে সাথে খারিজ হয়ে যায়। যেসব দেশের জন্য দ্বৈত নাগরিকত্ব বৈধ সে তালিকায় পাপুয়া নিউগিনির নাম নেই। তার মানে হচ্ছে পাপুয়া নিউগিনির নাগরিকত্ব পাওয়ার সাথে সাথে তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে আর গণ্য হবেন না। তিনি (স্বতন্ত্র প্রার্থী) তো বাংলাদেশের নাগরিকত্ব পুনরায় গ্রহণ করেননি।

গত ৭ জানুয়ারির নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১০৫ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ ট্রাক প্রতীকে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বতর্মান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।