ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সোনারগাঁয়ে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
সোনারগাঁয়ে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধন মিয়া হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়ে।

এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩ মার্চ) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় দেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার মো. আব্দুর রহমান সরকারের ছেলে মো. শামীম (৪৬) ও আব্দুল মান্নানের ছেলে মো. আল আমিন (৩৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন- একই এলাকার জজ মিয়ার ছেলে রাসেল (৩৪)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৪ সালের ১৭ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলাটি বেশ চাঞ্চল্যকর ছিল।

মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও ফয়জুল হকের ছেলে সাধনকে ২০১৪ সালের ১৬ জুন রাতে ভুরভুরিয়া এলাকায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা, যা সোনারগাঁসহ নারায়ণগঞ্জজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করে। সেই সঙ্গে এ ঘটনার পরের দিন নিহত সাধনের মা জয়তুননেছা বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আসাদুজ্জামান জানান, এ মামলায় নিহত সাধনের দুই বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেপ্তার করা হলে তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকাণ্ডে চারজনের নাম উঠে আসে। অন্যরা হলেন- রাসেল ও মোহাম্মদ আলী। পরে আসামি মোহাম্মদ আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেন। বর্তমানে এ মামলায় তিনজন আসামি ছিলেন। এ মামলায় বিচার কার্যক্রম শেষে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।