হবিগঞ্জ: হবিগঞ্জে প্রতিপক্ষকে মারধরের মামলায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৮ মার্চ) হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হারুন অর রশিদ এ রায় ঘোষণা করেন।
সাজার আদেশপ্রাপ্তরা হলেন- বানিয়াচং উপজেলা সদরের রঘু চৌধুরীপাড়ার বাসিন্দা মো. বেনু মিয়া (৫০) ও একই উপজেলার বগি গ্রামের সিদ্দিক মিয়া (৫৩)।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি রঘু চৌধুরী পাড়ার শাফায়েত আলী ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ আদালতে প্রমাণিত হয়।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি মারধরের অভিযোগ এনে ওইদিনই বানিয়াচং থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন শাফায়েত।
সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচার শেষে আদালত বেনু মিয়াকে দণ্ডবিধির ৩২৫ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।
এছাড়া ৩২৪ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সিদ্দিক মিয়া আপিলের শর্তে জামিন পেয়েছেন। বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
আরএ