ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া থেকে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার সমীর সরকার নামে এক ভারতীয় নাগরিককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার নামে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দণ্ডিত সমীর সরকারের বাড়ি ভারতের ত্রিপুরায়। তার বাবার নাম দিদান সরকার।
মামলার বিবরণীতে জানা যায়, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি শনির আখড়া থেকে ভারতীয় নাগরিক সমীর সরকারকে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য ৬০ হাজার টাকা। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সমীর।
তদন্ত শেষে আসামির নামে চার্জশিট দাখিল করে পুলিশ। বিচার চলাকালে তিনজন আদালতে সাক্ষ্য দেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
কেআই/আরবি