ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে

ঢাকা: কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) গ্রেপ্তার সংগীতশিল্পী এনামুল কবির রেবেলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

শনিবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল কুদ্দুস রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।  

সিএমএম আদালতে রামপুরা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ‘উচ্চারণ’ নামে একটি ব্যান্ডের সংগীতশিল্পী।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।