ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাদরাসায় অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ৯, ২০২৪
মাদরাসায় অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে নোটিশ

ঢাকা: রাজধানী তেজগাঁওস্থ মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদরাসায় অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ তদন্ত চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (০৯ জুন) শিক্ষা সচিব, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতিসহ পাঁচজনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার প্রার্থী মোহাম্মদ সাইফুল্লাহ’র পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান এ নোটিশ পাঠান।

পরে এই আইনজীবী জানান, মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদরাসার ‘অধ্যক্ষ’ পদে নিয়োগের জন্য গত ১০ মে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ পদে নিয়োগ নির্বাচনী পরীক্ষায় ফেনী আলিয়া কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস মোহাম্মদ সাইফুল্লাহ অংশগ্রহণ করেন। পরীক্ষায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধিরা প্রশ্নপত্র প্রণয়নে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটির এক শিক্ষকও ‘অধ্যক্ষ’ হিসেবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। অভিযোগ উঠেছে, বিভিন্নজনের যোগসাজশে নির্দিষ্ট একজনকে নিয়োগের জন্য প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে।

তাই নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে নিয়োগ কার্যক্রম বন্ধ রেখে প্রশ্নফাঁস-দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য স্বাধীন-নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায়, এ বিষয়ে দেশের প্রচলিত আইন অনুসারে দেওয়ানি-ফৌজদারি আইনে কিংবা হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী বাহাউদ্দিন আল ইমরান।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।