ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

জামিন পাননি গোপালগঞ্জের উপজেলা চেয়ারম্যান লুটুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
জামিন পাননি গোপালগঞ্জের উপজেলা চেয়ারম্যান লুটুন

ঢাকা: নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগের মামলায়  গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুনকে জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এজাহার থেকে উল্লেখ করে আমিন উদ্দিন মানিক জানান, গত ১৪ মে রাতে পূর্বপরিকল্পনা মতে বিজয়ী উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুনের নেতৃত্বে ও নির্দেশে পরাজিত প্রার্থী লিয়াকত আলীর সমর্থক ওছিকুর ভূঁইয়াকে গুলি করে হত্যা করা হয়। এই আসামি ১৯ মে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। পরে ৬ সপ্তাহ শেষে বিচারিক আদালতে গত ৩০ জুন আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার হাইকোর্টে জামিন শুনানি শেষে  হাইকোর্ট অপরাধের গুরুত্ব বিবেচনায় জামিন দেননি। তবে জামিন কেন দেওয়া হবে না, সেই মর্মে ১০ দিনের রুল দিয়েছেন বলে জানান আমিন উদ্দিন মানিক।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৪
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।