ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

কমপ্লিট শাটডাউন সমর্থনে আইনজীবীদের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
কমপ্লিট শাটডাউন সমর্থনে আইনজীবীদের মিছিল

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির সমর্থনে পুরান ঢাকার আদালত এলাকায় মিছিল-সমাবেশ করেছেন আইনজীবীরা।  

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল শুরু হয়।

 

এ সময় প্রায় দুই শতাধিক আইনজীবী মিছিলে অংশ নেন। মিছিলটি সিএমএম আদালতের সামনে দিয়ে জনসন রোড হয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতাল পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে ফের সিএমএম আদালতের সামনে দিয়ে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এ সময় কমপ্লিট শাটডাউনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।  

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিঞা, খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাবেক অফিস সম্পাদক আব্দুল খালেক মিলন, এইচ এম মাসুম প্রমুখ আইনজীবী এ সময় বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ-পুলিশি হামলার নিন্দা জানান।  

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।