ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী তাজুল ইসলাম ৯ দিনের রিমান্ডে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী তাজুল ইসলাম ৯ দিনের রিমান্ডে 

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) দুপুরে শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালত তাকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আদালতে আসামির পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে এডভোকেট কামরুজ্জামান মামুন তারিকুল ইসলাম রোমাসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হলে আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এবি তাজুল ইসলাম এর ফাঁসি দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়।

কোর্ট ইন্সপেক্টর দিদারুল ইসলাম জানান, মঙ্গলবার ঢাকা থেকে আটকের পর আজ দুপরে আদালতে উপস্থিত করে ১০ দিনের নিমান্ড চাওয়া হলে শুনানি শেষে আদালত ৯ দিনের মঞ্জুর করে।

২০২২ সালের ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে নয়নকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।  

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।